Sunday, March 15, 2009

কক্সবাজারে হাতির আক্রমণে শিশু নিহত, দুই ভাই আহত

:: bdnews24.com ::
কক্সবাজার, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় হাতির আক্রমণে এক শিশু নিহত হয়েছে। আহত হয় তার ছোট দুই ভাই।

শনিবার রাত পৌনে ১০টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (১০) এবং আহত নুরুল ইসলাম (৮) ও আবদুল্লাহ (৪) টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার আবদুল খালেকের ছেলে।

আহত দুই শিশুকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন চৌধুরী জানান, এই তিন শিশু রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। তাদের বাবা আবদুল খালেক ও মা আমেনা খাতুন বাড়ির বাইরে কাজ করছিলেন। রাত প্রায় পৌনে ১০টায় দু'টি পাহাড়ি হাতি বাড়িতে আক্রমণ চালায়। ভাংচুর করে বাড়িটিও। লোকজন এগিয়ে এলে হাতি দু'টি আবার পাহাড়ে চলে যায় বলে তিনি জানান।


No comments: